যশোরের শার্শায় উন্নয়ন মেলায় সহকারী কমিশনার (ভূমি)আব্দুল ওয়াদুদের প্রশংসনীয় সেবা”

জনসেবার মধ্যে রয়েছে সরকারী প্রাপ্য ভূমি উন্নয়ন কর আদায়, সহিমুহুরী নকল প্রদান, নামজারীসহ বিভিন্ন আবেদন গ্রহণ।
গতকাল ১১ই জানুয়ারী থেকে শুরু হওয়া উন্নয়ন মেলার প্রথম দিনে ৬ টি নামজারীর আবেদন গ্রহণ করেছেন ও ১০টি খতিয়ানের ভূমি মালিকদের কাছ থেকে খাজনা আদায় করেছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াদুদ বলেন, বৃহস্পতিবার প্রথম দিনের মেলায় গ্রাহকরা উপস্থিত হয়ে নামজারী আবেদন করেছেন ও গ্রাহকরা খাজনা দিয়েছেন। ১০ হাজার টাকার মত ভূমি উন্নয়ন কর আদায় করা হয়েছে। এ সেবায় জনগণ খুশি ও অধিক সাড়া পাওয়া যাচ্ছে।
ভূমি উন্নয়ন কর দিতে আসা লক্ষণপুর ইউনিয়নের বাবলু মিয়া বলেন, উন্নয়ন মেলায় এ ধরনের সেবা পাবে আগে ভাবতে পারিনি। এখানে খুব সহজে ভূমি উন্নয়ন করা দেওয়া যাচ্ছে। এতে আমরা খুশি।
« ফুরফুরা শরিফের পীরজাদার বাংলাদেশ সফর (Previous News)
(Next News) শেখ হাসিনা সরকারের- ৪ বছরে পর্দাপন উপলক্ষে-জয়পুরহাট জেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচী। »
Related News

বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিএসএফের কাবাডি দল এখন বাংলাদেশে
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সঙ্গে এক প্রীতি কাবাডি ম্যাচ খেলতেRead More

ঝিনাইদহে ব্যাপক আয়োজনে জেলা কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঝিনাইদহ সংবাদাতাঃ ঝিনাইদহে ব্যাপক আয়েজনে ও উৎসবমুখোর পরিবেশে জেলা কৃষকলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।Read More
Comments are Closed