মা হবার ইচ্ছে প্রকাশ করলেন সানি
কিছুদিন আগে রানী মুখাজ্জির ও কারিনা কাপুর মা হয়েছেন, আর এবার মা হবার ইচ্ছে প্রকাশ করলেন সানি লিওনি যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে । ২০১৫ দিকে একবার এমনই একটি গুজব শোনা যায় কিন্তু সানির মা হওয়ার কথা নিয়ে জল্পনা শুরু হয়েছে বি–টাউনে তিনি নিজেই অবশ্য এই জল্পনা উসকে দিয়েছেন। এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়ে সানি জানিয়েছেন, তিনি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার দুজনে পরিবার পরিকল্পনা করা নিয়ে আলোচনা করেছেন। দুজনের এতে সায় রয়েছে বলেও জানিয়েছেন সানি। সানির মতে, “আমরা দুজনেই সন্তান চাই। ব্যস্ততার মাঝে শুধু কোন সময়ে একটু ফাঁকা পাওয়া যাবে সেটা নিয়েই আমরা আলোচনা করছি।” এখনও এই নিয়ে সিদ্ধান্ত না নেওয়ার শাশুড়ির অভাব-অভিযোগও সানিকে সহ্য করতে হচ্ছে বলে জানিয়েছেন খোদ অভিনেত্রীই। এখন দেখার, কবে সুখবর দেন সানি।
Related News

ঋতুপর্ণাকে ভিনদেশি মনে হয় না : ফারুক
আমরা ভিনদেশ ভিনদেশ ভিনদেশ করি। এই যে ঋতুপর্ণা সামনে বসে আছেন তাকে তো ভিনদেশি মনেRead More

সালমানের কারাদণ্ড নিয়ে যা বললেন তসলিমা নাসরিন
বৃহস্পতিবার থেকে ভারতের সব গণমাধ্যমের শিরোনামে রয়েছেন বলিউড ‘ভাইজান’ খ্যাত বলিউড সুপারস্টার সালমান খান। ১৯৯৮Read More
Comments are Closed